বাজেটে স্বাস্থ্যখাত এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অপ্রতুল: সানেম

|

আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাত এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অপ্রতুল বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। পাশাপাশি ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও অভিমত ব্যাক্ত করেছে সংস্থাটি।

আজ শনিবার সকালে বাজেট পর্যালোচনা শীর্ষক এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সানেমের গবেষকরা।

গবেষকরা জানান, স্বাস্থ্যখাতে অনেক অব্যবস্থাপনা আছে। এ খাতের অবকাঠামোগত দুর্বলতা ও দুর্নীতি রোধ করতে না পারলে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।

তারা বলেন, প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলেও, অন্যান্য শিল্পখাত পুনরুজ্জীবিত করার বিষয়ে সুস্পষ্ট কোন প্রস্তাবনা নেই। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন এর জন্য আলাদা করে বরাদ্দ থাকার প্রয়োজন ছিলো।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ হবে উল্লেখ করে বক্তারা বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ যথেষ্ট নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply