ভারতে করোনা সংক্রমণ ৩ লাখ ৯ হাজার ছাড়ালো

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে ৩ লাখ ৯ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় এশিয়ার দেশটিতে ১১ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। এছাড়া, ভাইরাসের প্রকোপে ৩৯০ জনের মৃত্যু হলো। মোট প্রাণহানি ৯ হাজারের কাছাকাছি।

দ্রুতহারে সংক্রমণের দিক থেকে শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। এরপরই রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এবং রাজধানী নয়াদিল্লি।

দেশটিতে ৭০ দিনের লকডাউন শেষে বিধিমালা শিথিল করা হয়েছে। সীমিত পরিসরে শুরু হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে, পরিস্থিতির অবনতি ঘটায় জুন মাসের শেষ পর্যন্ত বিখ্যাত জামা মসজিদ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মুখ্য ইমাম আহমেদ বুখারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply