অস্ট্রেলিয়াকে বাংলাদেশে বিনিয়ােগের আহ‌্বান পররাষ্ট্রমন্ত্রীর

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন- ফাইল ছবি

বাংলাদেশে বিনিয়ােগের আকর্ষণীয় ও অনুকুল পরিবেশ উল্লেখ করে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলােকে বাংলাদেশে বিনিয়ােগের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মােমেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে আন পেইনির সাথে গতকাল ফোনে আলাপকালে তিনি এ আহ‌্বান জানান। ড. মােমেন বলেন, এ অঞ্চলের যেকোন দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়ােগ লাভজনক। বাংলাদেশে বিনিয়ােগবান্ধব পরিবেশ বিদ্যমান। অন্য দেশ থেকে কোন কোম্পানি এদেশে বিনিয়ােগ স্থানান্তর করতে চাইলেও বাংলাদেশ স্বাগত জানাবে।

তিনি বলেন, বৈশ্বিক সমস্যা করােনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়। এছাড়া বাংলাদেশ ১০০টি অথনৈতিক অঞ্চল সৃষ্টি করছে যেখানে অস্ট্রেলিয়ার বিনিয়ােগকারীরা বিনিয়ােগ করলে তারা যেমন লাভবান হবে, বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে। এছাড়া বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক এবং বিপুল সংখ্যক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগােষ্ঠী রয়েছে। এসময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। -বিজ্ঞপ্তি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply