লিবিয়ায় নতুন ৮টি গণকবরের সন্ধান মিলেছে

|

ছবি- ইন্টারনেট

নতুন আটটি গণকবরের সন্ধান মিলেছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এ গণকবরগুলোর সন্ধান বের করেছে।

বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বের তারহুনা নামক স্থানে গণকবরগুলোর সন্ধান পাওয়া যায় বলে খবর প্রকাশ করেছে এএফপি। ওই অঞ্চলটিতে হাফতার মিলিশিয়াদের হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে জাতিসংঘ সমর্থিত ঐক্যবদ্ধ সরকার।

জাতিসংঘ এক টুইট বার্তায় গণকবরগুলোর সন্ধান পাওয়ার বিষয়ে জানায়। ইউএনএসএমআইএল লিবিয়ার তারহুনায় নতুন ৮টি গণকবরের সন্ধান পাওয়ায় ব্যথিত হয়েছে। এই ধরনের বিচারবহির্ভূত, অনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকরী তদন্তের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োজন বলেও উল্লেখ করে তারা।

এদিকে এরই প্রেক্ষিতে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের আইনমন্ত্রী গণকবরের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের মৃত্যুর প্রকৃত কারণ, ধরন জেনে তাদের পরিচয় খুঁজে বের করে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আহব্বান জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply