স্প্যানিশ লিগ: সেভিয়ার ২-০ গোলে জয়

|

ছবি: সংগৃহীত

সেভিয়া ডার্বি দিয়ে করোনার বাধা পেরিয়ে আবারো শুরু হলো স্প্যানিশ লিগ। যে ম্যাচে সেভিয়া ২-০ গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল বেটিসকে।

ডার্বি ম্যাচে সেভিয়ার বিপক্ষে আধিপত্য ছিলো রিয়াল বেটিসের। কিন্তু আক্রমণের দিক থেকে ঢের এগিয়ে ছিলো স্বাগতিক সেভিয়া। সেভিয়ার অন টার্গেটে নেয়া ৫ শটের বিপরীতে মাত্র ১টি আক্রমণ টার্গেটে আঘাত হেনেছে বেটিসের। তবে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল।

বেটিস ডিফেন্ডার মার্ক বারাতার ভুলে পাওয়া পেনাল্টি থেকে ৫৬ মিনিটে সেভিয়াকে লিড এনে দেন উইঙ্গার লুকাস ওকাম্পোস। ৬২ মিনিটে আর্জেন্টাইন ওকাম্পোসের অ্যাসিস্ট থেকে সেভিয়ার লিড দ্বিগুণ করেন মিডফিল্ডার এডওয়ার্ডো।

এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থান সুসংহত করলো লোপেতেগি শিষ্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply