দিনমজুরদের সাহায্যে এগিয়ে এলেন ক্যাটরিনা

|

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনে গৃহবন্দি হয়ে পড়া দিনমজুরদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ। তাদেরকে খাদ্য সহায়তা করছেন এই সুদর্শনী। নিজের ব্র্যান্ড ‘কে বিউটি’র মাধ্যমে শ্রমিকদের সাহায্য করছেন এই বলিউড অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ক্যাটরিনা ঘোষণা করেন, মহারাষ্ট্রের বান্দ্রা জেলার অসচ্ছল পরিবারকে সাহায্য করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্যাটরিনা লেখেন, ‘কে বিউটি ও দেহাত ফাউন্ডেশন আবার একত্র হয়েছে। মহারাষ্ট্রের বান্দ্রা জেলার গ্রামে বাস করা পরিবারগুলোকে খাদ্য ও স্যানিটারি পণ্য তুলে দিচ্ছি আমরা।’

এছাড়া তিনি অন্যদেরও সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ক্যাটরিনা বলেন, ব্রুন্দান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তার দল সবাইকে সাহায্য করতে সারা বছরই দারুণ কাজ করছে। এই দুর্যোগে ক্যাটরিনার এমন মহানুভবতায় প্রশংসা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিক সহায়তা তহবিল ও কেয়ার তহবিলে অনুদান দেন ক্যাটরিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply