ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনও স্থগিত

|

ঢাকা উত্তরের পর এবার দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনও স্থগিত করলেন হাইকোর্ট। এই সিটির বর্ধিত অংশের ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ফারুকের হাইকোর্ট বেঞ্চ কিছুক্ষণ আগে এ আদেশ দেন। দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের এ নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে ডেমরার ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিনের পক্ষে গতকাল রিট করেন এক আইনজীবী। শুনানি শেষে আজ আদেশ দিলেন উচ্চ আদালত। একই সঙ্গে তফসিল স্থগিত করে রুলও জারি করে উচ্চ আদালত। রিটে বলা হয়, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা নিয়ে সংশয় আর ক্ষমতা হস্তান্তর বিষয়ে সংকট সমাধান না করে এ নির্বাচন কোন ভাবেই হতে পারে না। অনেকটা একই রকম কারণে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন স্থগিত করেন হাইকোর্টের আরেক বেঞ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply