রক্তের গ্রুপ ‘এ’ হলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, ‘ও’ গ্রুপে কম

|

রক্তের গ্রুপের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের যোগসূত্র রয়েছে এমনটাই জানালো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনেটিক টেস্টিং জায়ান্ট প্রতিষ্ঠান ২৩ অ্যান্ডমি। লক্ষাধিক সংক্রমিত ব্যাক্তিদের ডিএনএ ডাটা নিয়ে গবেষণা করে এ তথ্য জানানো হয়। গবেষণায় দেখা গেছে এবিও জিনের ওপর করোনাভাইরাসের সংক্রমণ নির্ভর করে। খবর ব্লুমবার্গ।

গবেষকরা সাড়ে সাত লাখ করোনা রোগীর ওপর পরীক্ষা চালান ও ডিএনএ বিশ্লেষণ করেন। এরপর বিজ্ঞানীরা জানায়, সংক্রমণ কতটা ছড়াবে তা অনেকটাই নির্ভর করে এই রক্তের গ্রুপের ওপরে। যাদের রক্তের গ্রুপ ‘ও’ সেই সব মানুষদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। আর যাদের রক্তের গ্রুপ ‘এ’ তাদের শরীরে করোনা হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

২৩ অ্যান্ডমি জেনেটিক রিসার্চ ফার্মের গবেষকরা দেখিয়েছেন, স্পেন এবং ইতালিতে করোনা আক্রান্ত ১৬০০ জন রোগীর অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম (তীব্র শ্বাস কষ্ট) দেখা দিয়েছিল এবং তাদের প্রত্যেকের শরীরেই ‘এ’ গ্রুপের রক্ত ছিল।

গবেষকরা আরও জানায়, ‘এ’ গ্রুপের রোগীদের ৫০ শতাংশ ব্যাক্তিদের অবস্থার এমনই অবনতি হয় যে তাদের ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হয়।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply