ভারতে একদিনে ১১ হাজার করোনা রোগী শনাক্ত

|

ভারতে একদিনে ১১ হাজার করোনা রোগী হয়েছে ২৪ ঘণ্টায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে পৌনে ৪৭ লাখ টেস্টে মোট করোনা পজেটিভ আড়াই লাখের বেশি। রোববার মারা গেছেন, আড়াইশ’র বেশি মানুষ।

মোট মৃত্যু হয়েছে সাত হাজার ২শ’ জনের। শুধু মহারাষ্ট্রেই প্রাণহানি তিন হাজারের বেশি। এরপরই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে দিল্লি-গুজরাট। এদিন রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে তামিলনাড়ু, জম্মু-কাশ্মির, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে।

লকডাউন শিথিলের পর, গেল এক সপ্তাহে প্রায় ৭০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। এর মধ্যে আজ দেশটিতে খুলে যাচ্ছে শপিং মল, সহস্রাধিক মন্দির-মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য স্থাপনা। লকডাউনের মধ্যেই মাত্র ৭৪ দিনের ব্যবধানে, কোভিড নাইনটিনের দৈনিক সংক্রমণ ১০ হাজার ছুঁয়েছে ভারতে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply