বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের ২৩টি মামলা

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ২৩টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ২৩ জনকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। মুখে মাস্ক ব্যবহার না করা ও অসচেতনতার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে বাগেরহাটে ১১টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বের হলে তাকে আমরা ছাড় দিচ্ছি না। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২৩টি মামলা করেছেন। এসময়ে তাদের কাছ থেকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে গত ৪ দিনসহ মোট ৫ দিনে ৬১টি ভ্রাম্যমাণ আদালত ১৩৬ জনকে ১লাখ ৮৯ হাজার ৫শ টাকা জরিমানা ১৩১টি মামলা দায়ের করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply