ফিলিপাইনে চার বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৮ হাজার ৬শ’র বেশি মানুষ

|

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানের চার বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৮ হাজার ৬শ’র বেশি মানুষ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ‘ইউএনএইচআর ফিলিপাইন’র রিপোর্ট টিম লিডার রাভিনা শ্যামদাসানি বলেন, বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। নিহত মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবি ও শ্রমিক নেতার সংখ্যা প্রায় আড়াইশ’। ওয়ারেন্ট ছাড়াই পুলিশ রেইড চলছে। অনেক ক্ষেত্রেই ভুল তথ্যের ভিত্তিতে।

তিনি বলেন, অন্তত ২৫টি রিপোর্ট পর্যালোচনায় দেখেছি, বিভিন্ন অভিযানে উদ্ধার দেখানো হয়েছে প্রায় একই অস্ত্র। এসব ঘটনার সুষ্ঠু ও স্বাধীন তদন্ত প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply