টানা ৯ সপ্তাহ পর ইন্দোনেশিয়ায় মসজিদ খুলে দেয়া হয়েছে

|

টানা ৯ সপ্তাহ পর ইন্দোনেশিয়ায় নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদ। শুক্রবার মসজিদ গুলোতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

প্রশাসন জানায়, স্বাস্থ্যবিধি মানার শর্তে মুসল্লিদের মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হয়। মসজিদে ঢোকার সময় স্যানিটাইজ করার পাশাপাশি মাস্ক পড়া এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। এছাড়া তাপমাত্রা মাপা ও প্রত্যেকের মাঝে তিন ফিট দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজার। প্রাণহানি হয়েছে ১ হাজার ৭৭০ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply