সাংবাদিক মারধরে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: কাদের

|

যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আব্দুল লতিফকে মারধর ও তার ক্যামেরা ছিনতাইয়ের সাথে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে ধানমন্ডিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বকশীবাজার সংলগ্ন পেনাং রেস্টুরেন্টে  খাবার খেতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্ররা। এসময় সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আব্দুল লতিফ সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে মারাত্মকভাবে জখম করা হয় এবং ক্যামেরাটি ছিনতাই করা হয়। পরবর্তীতে আহত অবস্থায় লতিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরে বিকল অবস্থায় ক্যামেরাটি উদ্ধার করা হয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply