মাওনা চৌরাস্তার জলাবদ্ধতায় চরম দুর্ভোগে এলাকাবাসী

|

গাজীপুর:

জলাবদ্ধতায় পুরো বছর জুড়েই পোহাতে হয় অপরিসীম ভোগান্তি। আর বর্ষা এলেই তা বেড়ে যায় বহুগুণে। এখানে ছোট বড় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা। মাওনা উড়াল সেতু ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ জলাবদ্ধতায় পড়েছে হুমকির কবলে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র জনবহুল মাওনা চৌরাস্তার এ জলাবদ্ধতা নিয়ে চরম দুর্ভোগে এ অঞ্চলের মানুষ। এখানকার জলাবদ্ধতা নিরসন ও কষ্ট লাঘবে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ- এমনটাই দাবি স্থানীয়দের।

তবে জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকোশলী মো. সাইফুদ্দিন জানান, মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা নিরসনে নতুন করে ১৪৬০ মিটার ড্রেনের নির্মাণ কাজ চলছে। তিনি আরও বলেন, ড্রেনের কাজ শেষে ব্যবহার শুরু হলে জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply