‘হঠাৎবৃষ্টি’ সিনেমার পরিচালক বাসু চ্যাটার্জি আর নেই

|

কিংবদন্তী পরিচালক বাসু চ্যাটার্জি আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯৩ বছর। দীর্ঘ দিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পন্ডিত টুইট করে এ খবর জানান।

পরিচালক বাসু চ্যাটার্জি ১৯৩০ সালে রাজস্থানের অজম শহরে জন্ম গ্রহণ করেন।

তার পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে, ‘জিনা ইহা,’আপনে পেয়ারে’ হঠাৎ বৃষ্টি।

টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ তিনি পরিচালনা করেন।

বাসু চ্যাটার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট বার্তায় তিনি লেখেন, কিংবদন্তি পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জির মৃত্যুতে আমি শোকাহত। উনি আমাদের ছোটি সি বাত, চিত্চোর, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনীর মতো ছবি উপহার দিয়েছেন। পরিবার, বন্ধু, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের প্রতি রইল আমার গভীর সমবেদনা’।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply