৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

|

আগামী ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডাকসু নির্বাচন চেয়ে জারি করা এক রিটের প্রেক্ষিতে বুধবার বেলা পৌণে ১২টায় এই নির্দেশ দেন আদালত।

ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ২০১২ সালের ২১ মার্চ রিট আবেদনটি করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ২৫ শিক্ষার্থী। প্রাথমিক শুনানি শেষে সেই বছরের ৮ এপ্রিল রুল দিয়েছিলেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার রুলের ওপর শুনানি শেষ হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষকে বিবাদী করা হয়েছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply