এবার ফরাসি কৃষ্ণাঙ্গ হত্যার বিচারের দাবিতে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ

|

এবার ফরাসি কৃষ্ণাঙ্গ হত্যার বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে অনুপ্রাণিত হয়ে রাজপথে নামে হাজারো নাগরিক।

মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মতোই ২০১৬ সালে ফ্রান্সে পুলিশি হেফাজতে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক অ্যাদামা ত্রারোর। বর্ণবাদ ইস্যুতে সেসময় বিক্ষোভে উত্তাল হয়েছিলো ফ্রান্স। পরে, তদন্ত রিপোর্টে দাবি করা হয়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অ্যাদামের।

এ ঘটনার ৪ বছর পর আবারও সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্যারিসের রাজপথে জড়ো হন কমপক্ষে ২০ হাজার মানুষ। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন হলেও একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। মার্সেলি, লিওসহ আরও কয়েকটি শহরেও ছড়ায় আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply