মা-ভাই আশ্রয় দেয়নি বাড়িতে, মুরগির খামারে থাকছে করোনা আক্রান্ত দম্পতি

|

করোনা আক্রান্ত এক দম্পতির আশ্রয় হলো মুরগির খামারে। মা ও ভাইয়েরা বাড়ি থেকে বের করে দিলে এখানে থাকছে এই্ দম্পতি। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবপুর বয়তালপাড়ায়।

গহীন আমবাগানের মধ্যে জীর্ণ ঘর। মানুষের জন্য নয়, তৈরি করা হয়েছিলো মুরগির খামার হিসেবে। তাও আবার এখন সেটি পরিত্যক্ত। করোনা শনাক্ত হওয়ার পর পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে এখানেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এ দম্পতি।

ঘরহারা-গ্রামছাড়া হয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে তারা গিয়েছিলেন সহযোগিতা চাইতে। বিফল হয়েছেন সেখানেও। অগত্যা কৃষক পিতার পরিত্যক্ত মুরগির খামারে আশ্রয় নেন মেয়ে আর জামাই। লকডাউন নিশ্চিত করতে সেখানেই বসানো হয়েছে গ্রাম পুলিশের প্রহরা।

স্থানীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ঘটনার শিকার দম্পতিটিকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। আরও জানায়, গত ২১ মে গাজীপুর থেকে গ্রামে ফেরেন এই দম্পতি। কোন উপসর্গ না থাকলেও গত ২৮ মে পরীক্ষার পর জানা যায়, তারা দুজনই করোনা পজেটিভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply