বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

|

উজানে নতুন করে বৃষ্টি না হওয়ায় পদ্মা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

উত্তরে ব্রহ্মপুত্র তীরবর্তী জেলাগুলোয় ধীরে ধীরে পানি নামছে। তবে সে তুলনায় মধ্যাঞ্চলে পদ্মায় পানি কমছে না।

শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়িসহ এ অঞ্চলে শতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। শরীয়তপুরে ৪ উপজেলায় পানিবন্দি রয়েছে ১৯৮ টি গ্রাম। শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে।

দুর্গত এলাকাগুলোর মানুষের দিন কাটছে ত্রাণের অপেক্ষায়। সামান্য সহায়তা মিললেও তা বানভাসিদের জন্য অপ্রতুল বলে জানিয়েছে প্রশাসন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply