বৃহস্পতিবার থেকে খুলছে যমুনা ফিউচার পার্ক

|

সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে ৪ই জুন বৃহস্পতিবার হতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। যমুনা বিল্ডার্সের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে খুলতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কেটে যতো গাড়ি আসবে তা জীবাণূমুক্ত করা হবে। পার্কের অল্প কিছু প্রবেশদ্বার খোলা হবে। প্রত্যেক ক্রেতাকে জীবাণূমুক্ত করার ব্যবস্থা করা হবে। সবার শরীরের তাপমাত্রা মাপা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লোরে মনিটরিং টিম থাকবে। প্রবেশের সময় সুনির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করা হবে।

ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন, ফুডকোর্টসহ সকল দোকান খোলা থাকবে শুধু বিনোদন পার্ক বন্ধ থাকবে।

এছাড়া ক্রেতাদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান করে আসতে অনুরোধ করা হয়েছে।

গত ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমলগুলো খোলার ঘোষণা দেয় সরকার। কিন্তু সেসময় মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply