রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

|

রাশিয়ায় করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার পর্যন্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন। মোট মৃত্যুর সংখা বেড়ে হলো ৪ হাজার ৬৯৩ জন।

রাজধানী মস্কোতে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ১ লাখ ৭৮ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুতেও এগিয়ে রয়েছে শহরটি। এখন পর্যন্ত সেখানে মোট মারা গেছেন ২ হাজার ৪০৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৮৮৩ জন। চিকিৎসাধীন আছেন ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন। আর ২ হাজার ৩০০ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ।আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন।
তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply