যমুনা নদীতে পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে স্পার বাঁধে ধস

|

স্টাফ রিপোটার:

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে যমুনার স্পার বাঁধের প্রায় ২১ মিটার অংশ ধসে গেছে। শনিবার ভোরে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধের গোড়ায় এ ধস দেখা দেয় । ২০০০-২০০১ অর্থ বছরে ভাঙ্গন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এ স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে থেকেই মাটির অংশে ফাটল দেখা দিলেও সময় মতো কাজ না করায় এমন ঘটনা ঘটেছে। দ্রুত এর সংস্কার না করলে আরও ভাঙ্গনের আশংকা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ৮ দিনে যমুনা নদীতে রেকর্ড পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে শনিবার ভোরে প্রবল বর্ষণ ও যমুনায় প্রবল গতিতে পানি বৃদ্ধির কারণে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গেছে। ঘটনাস্থলে বালিভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। স্পারের মাটির অংশ ভেঙ্গে যাবার কারণে বন্যার সময় এটির কোন প্রভাব পড়বেনা। তবে পানির গতিপথ পরবির্তন না হওয়ার কারণের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এর প্রভাব পড়তে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে এটি মেরামত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply