করোনায় শান্ত-মারিয়াম ও সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার মৃত্যু

|

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ইমামুল কবির শান্ত করোনাভাইরেসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।

ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

জানা যায়, করোনা শনাক্ত হওয়ায় তাকে গত ২১ মে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৭ মে নেয়া হয় সিএমএইচে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত্যুর আগে তাকে যেন বাবা-মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সে ইচ্ছা পোষণ করেছিলেন ইমামুল কবীর। তবে শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছাতে তাকে দাফন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply