অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন রবার্টস

|

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। ছবি: সংগৃহীত

এবার পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এমনটাই বলছেন, খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। করোনাভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজন করাটা হবে ঝুঁকিপূর্ণ এমনটাই বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনাভাইরাস পরিস্থিতি ইউরোপের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ায়। এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় ৫ মাস। কিন্তু তারপরও বিশ্বকাপ আয়োজন ঝুঁকিপূর্ণ বলছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

তিনি জানান, করোনা ভয়াবহতা কমে এলেও বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞাও বাধা হতে পারে টুর্নামেন্টে। তাইতো বিশ্বকাপ পেছানোটা এখন সময়ের ব্যাপার মাত্র।

তবে, বিশ্বকাপ আয়োজনে অনিচ্ছা প্রকাশ করলেও ডিসেম্বরে ভারতের সাথে সিরিজ খেলতে প্রস্তুত অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply