করোনায় মৃত ২৩ জনের বিষয়ে যা জানানো হয়েছে

|

করোনায় মৃত ২৩ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৫৮২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের বিবেচনায় মৃত্যু হার ১.৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ জন পুরুষ এবং ৪ জন নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো- ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৬ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, সর্বমোট ২৩ জন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২ টি।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply