বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়ালো ৩ লাখ ৬২ হাজার। আক্রান্ত ৫৯ লাখের বেশি। ২৪ ঘণ্টায় রেকর্ড এক লাখ ১৬ হাজারের বেশি সংক্রমিত। একদিনে পাঁচ হাজারের বেশি মৃত্যু।

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ সাড়ে তিন হাজারের মতো। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ১৭ লাখ ৬৮ হাজারের বেশি। এছাড়া একদিনে ১২শ’র বেশি মৃত্যু।

একদিনে ফের এক হাজারের বেশি মৃত্যু দেখলো মহামারির বর্তমান হটস্পট ব্রাজিল। মোট প্রাণহানি ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সাড়ে চার লাখের কাছাকাছি। নতুনভাবে সংক্রমিত রেকর্ড ২৪ হাজারের বেশি মানুষ।

রাশিয়ায় আরও সাড়ে আট হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট আক্রান্ত ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি। পৌনে দু’শ’ জনের মৃত্যুতে ৪১শ’ ছাড়ালো প্রাণহানি।

একদিনে প্রায় ৪শ’ মৃত্যুতে ব্রিটেনে প্রাণহানি ৩৮ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত দু’লাখ ৭০ হাজারের মতো। নতুনভাবে সংক্রমিত প্রায় দু’হাজার মানুষ।

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার। একদিনে মারা গেছেন ৭০ জন। আক্রান্ত ২ লাখ ৩২ হাজার। নতুন সংক্রমণ শনাক্ত প্রায় ৬শ’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply