ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে ‘রোঁলা গ্যাঁরোতে’ চলছে সংস্কার কাজ

|

ছবি: সংগৃহীত

আসন্ন সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে পুরোদমে সংস্কার কাজ চলছে রোঁলা গ্যাঁরোতে। যেখানে মূল কোর্টের ছাদসহ গোটা স্টেডিয়াম জুড়েই কাজ করা হবে বলে জানায় ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন।

করোনা মহামারির কারণে পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেপ্টেম্বরে এই গ্র্যান্ডস্ল্যাম আয়োজন হবার কথা আগেই জানিয়েছিল আয়োজকরা। সে লক্ষ্যেই তাদের সংস্কার কাজ এগিয়ে চলছে।

মূল কোর্টের নতুন ছাদ লাগাতে খরচ হবে প্রায় ৫৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ৪১৮ মিলিয়ন ডলার খরচ করে নতুন রূপে সাজানো হবে বলে জানান দেশটির টেনিস ফেডারেশনের মহাপরিচালক।

মহাপরিচালক জন ফ্রান্সোয়া ভিলট জানান, ‘সব মিলিয়ে স্টেডিয়াম নতুন করে সাজাতে প্রায় ৪১৮ মিলিয়ন ডলার খরচ হবে। রোঁলা গ্যাঁরোকে সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাবেন আপনারা। আশা করছি আবারো টেনিস কমপ্লেক্সে দর্শকদের উপচে পড়া ভিড় দেখতে পাবো আমরা।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply