হংকং’কে আর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে গণ্য করবে না যুক্তরাষ্ট্র: পম্পেও

|

হংকং'কে আর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসাবে গণ্য করবে না যুক্তরাষ্ট্র: পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

হংকং’কে আর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে গণ্য করবে না যুক্তরাষ্ট্র। বুধবার, টুইটবার্তায় এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

জানান- ১৯৯৭ সাল থেকে অঞ্চলটির সাথে ওয়াশিংটনের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেটা আর মানা হবে না। এরফলে, রাজনীতির পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়বে হংকং।

সম্প্রতি, আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে নতুন নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব দেয় চীন। এর প্রতিবাদে উত্তাল হংকং। গেলো ক’দিনে তিন শতাধিক গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, আইনটি কার্যকর হলে মত প্রকাশের স্বাধীনতা হারাবেন তারা, বাড়বে বেইজিংয়ের দমনপীড়ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply