বিআইটিআইডির ল্যাবপ্রধানের করোনা শনাক্ত

|

বিআইটিআইডির ল্যাবপ্রধানের করোনা শনাক্ত

চট্টগ্রামের বিআইটিআইডির ল্যাবপ্রধানের স্বাক্ষরে প্রকাশিত হতো নমুনা পরীক্ষাকারীদের প্রতিবেদন। দুই মাস ধরে নমুনা পরীক্ষার দায়িত্ব পালন করে এখন নিজেই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবপ্রধান সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ।

গতকাল মঙ্গলবার তার নমুনায় কোভিড-১৯ পজেটিভ আসে। একই দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রামে ৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এই তথ্য জানান। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ জন।

বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৩৩১টি। করোনা পাওয়া গেছে ৫১ জনের। এর মধ্যে মহানগর এলাকার ৪৫ জন এবং বিভিন্ন উপজেলার ৬ জন। এখানে ল্যাবপ্রধান শাকিল আহমেদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের করোনা পজেটিভ আসে।

বিআইটিআইডি ল্যাবের প্রধান শাকিল আহমেদ প্রথম থেকেই চট্টগ্রামে নমুনা পরীক্ষার দায়িত্ব পালন করে আসছিলেন। কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি নিজে পরীক্ষা করলে তার রিপোর্ট পজেটিভ আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply