উহানে ৯ দিনে ৬৫ লাখ করোনার নমুনা পরীক্ষা

|

দ্বিতীয় ধাপে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের উহানে ৯ দিনে ৯০ লাখ নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষা করা হয় ৬৫ লাখ। খবর বিসনেজ ইনসাইডার।

জানা যায়, শহরজুড়ে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ১৫ থেকে ২৩শে মে পর্যন্ত উহানে ৯০ লাখেরও বেশি মানুষের নমুনা সংগ্রহ করে। উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দা। গত ১১ মে শহর কর্তৃপক্ষ সবার নমুনা পরীক্ষার করার ঘোষণা দেয়। এরপরই এই পদক্ষেপ নেয়া হয়।

এরআগে তিন মাস কঠোর লকডাউনের পর সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ৮ই এপ্রিল লকডাউন তুলে নেওয়া হয় উহান শহর কর্তৃপক্ষ।

চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোনভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply