লকডাউনের নিয়ম মানতে মৃত মাকে শেষ দেখা দেখতে গেলেন না ডাচ প্রধানমন্ত্রী

|

সারাদেশে চলছে লকডাউন। সবাইকে তা মেনে চলতে বলা হচ্ছে। এমনই সময় মারা যায় প্রধানমন্ত্রীর মা। কিন্তু লক ডাউনের নিয়ম মানতে মাকে শেষ দেখা দেখতে গেলেন না প্রধানমন্ত্রী। এমনই ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে।

জানা যায়, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের মা ৯৬ বছরে গত ১৩ মে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২০ মার্চ লকডাউন নেদারল্যান্ডে। তাই লকডাউনের নিয়ম মানতে মাকে দেখতে যায় নি প্রধানমন্ত্রী।

মার্ক রুটের অফিস থেকে সংবাদ সংস্থা এএফপি-কে বলা হয়, লকডাউনের নিয়ম মানতে মৃত মাকে দেখতেও যাননি প্রধানমন্ত্রী। তবে করোনাভাইরাসে রুটের মায়ের মৃত্যু হয়নি। তিনি বয়সজনিত কারণেই মারা গিয়েছেন।

নেদারল্যান্ডে চলছে লকডাউন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৪৫। মৃতের সংখ্যা ৫ হাজার ৮৩০।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply