ট্রাম্পের টুইটের নিচে ফ্যাক্টচেক সতর্কবার্তা দিলো টুইটার

|

টুইটারে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময়ে ভুল তথ্য দিয়ে টুইট করে হয়েছেন সমালোচিত। এবার ট্রাম্পের টুইট করার পরই টুইটার টুইটের নিচে ফ্যাক্টচেক সতর্কবার্তা দিয়েছে। এতে আরও ক্ষেপে যান ট্রাম্প। টুইটারের সতর্কবার্তা পাওয়ার পর ফিরতি টুইটে ট্রাম্প বলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার ২০২০ সালের মার্কিন নির্বাচনের বিষয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোনও উপায় নেই (জিরো!) মেইলে ব্যালট পাঠানো হলে যথেষ্ট জালিয়াতি হতে পারে।

ট্রাম্পের এই বার্তাকে টুইটার তাদের নতুন নিয়মে বিভ্রান্তিকর তথ্য হিসেবে চিহ্নিত করে। নিচে সতর্কবার্তা দিয়ে দেয়।

এদিকে টুইটার ওই পোস্ট নিয়ে আপত্তি জানানোর পর ট্রাম্প ফেসবুকে ওই বার্তা পোস্ট করে। কিন্তু ফেসবুক এই বিষয়ে কোন অভিযোগ জানায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply