করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি নিলেন ডা. জাফরুল্লাহ

|

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ গণস্বাস্থ্য কেন্দ্রের এ বার্তায় এমন তথ্য জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ আছেন। আজ তিনি তার নিয়মিত চিকিৎসার ধারাবাহিকতায় ডায়ালাইসিস নিয়েছেন এবং ডায়ালাইসিস এর পর করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বিগত ছয় বছর যাবত প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিয়ে থাকেন।

উনার করোনা চিকিৎসার অংশ হিসেবে স্বেচ্ছায় প্লাজমা দাতা সংগ্রহ করে দেয়ার জন্য সন্ধানী কেন্দ্রীয় পরিষদ, সন্ধানী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এবং ট্রান্সফিউসন মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।

প্রসঙ্গত, কোভিড-১৯ (করোনা) রোগে সুস্থ হয়ে যাওয়ার ১৪ দিন পর এক ব্যাগ প্লাজমা ডোনেশনের পর ৩ জন অসুস্থ রোগীর শরীরে প্রয়োগ করা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply