সুস্থ হলেন আরও ১০৬ পুলিশ সদস্য

|

উন্নত চিকিৎসা নিশ্চিত করায় দিন দিন সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা। সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে আরো ১০৬ পুলিশ সদস্য করোনামুক্ত হয়েছেন। পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১০৬ জন পুলিশ সদস্যের নমুনা পরপর দুইবার পরীক্ষা করা হয়। উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ সময় করোনাজয়ী এসব পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি তাদের দেখা-শোনার জন্য একটি ‘বিশেষ টিম’ ও গঠন করেছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply