ঈদের দিনও দুই হাজার অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করলেন ডাকসু নেতা সৈকত

|

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের জন্য নিয়মিত দুবেলা খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য তানভীর হাসান সৈকত।

আজ পবিত্র ঈদুল ফিতরের দিনও দুই হাজার অসহায় মানুষের জন্য মুরগির রোস্ট, পোলাও ও সেমাই রান্না করে তা বিতরণ করেন তিনি এবং তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রথম দফায় সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক হাজার মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন পরবর্তীতে দুপুরে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আরও এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করবেন বলে জানান সৈকত।

সৈকত বলেন, গোটা পৃথিবীজুড়ে একটি সংকটময় অতিবাহিত হচ্ছে। করোনা মহামারির এই সময়ে অসহায় মানুষগুলোর পাশে থাকতে পরে আমার এটি জীবনের শ্রেষ্ঠ ঈদ মনে হচ্ছে। এরাই আমার পরিবার। আমরা দেশের থেকে অনেক কিছু নিয়েছি এই সময়ে দেশের অসহায় মানুষগুলোকে সহায়তা করে তার কিছুটা কৃতজ্ঞতা প্রকাশের সময় মনে করছি।

গত ২৩ মার্চ থেকেই ব্যক্তিগত উদ্যোগে ও শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সিনিয়রদের সহযোগিতায় নিয়মিত এই খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সৈকত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply