ব্যবসার লভ্যাংশ নিয়ে চাচা খুন, ভাই-ভাতিজা আটক

|

বগুড়া ব্যুরো:

ব্যবসার লভ্যাংশ নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। রোববার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই নিহেতর ভাই ও ভাতিজাকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান যমুনা নিউজকে জানান, দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে একই পরিবারের তিনজন মিলে ঈদ সামগ্রীর ব্যবসা করেন মোকামতলা বন্দর এলাকায়। রোববার সন্ধ্যায় ওই ব্যবসার লভ্যাংশ নিয়ে আকতার হোসেন ধলু ও তার ছেলে শাহীনুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিবাদের একপর্যায়ে শাহীনুরের ছেলে রনি সেখানে ছুরি নিয়ে উপস্থিত হলে ধলুর আরেক ছেলে শামীম হোসেন তাকে আটকাতে যান। এসময় রনির ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রনি ও তার বাবা শাহীনুরকে আটক করে থানায় নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply