ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতি মামলায় হাজিরা দিলেন নেতানিয়াহু

|

ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার, বিচার ব্যবস্থার ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

নেতানিয়াহু বলেন, তার বিরুদ্ধে ভুয়া ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহু’র দাবি- সংবাদমাধ্যম, পুলিশ, আইনজীবী ও বিচারকদের সম্মিলিত ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যা মামলা সাজানোর পাশাপাশি যেসব প্রমাণ আনা হয়েছে তাও অতিরঞ্জিত। স্বচ্ছতার জন্য বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আহ্বান জানান।

নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামী উপহার গ্রহণ এবং ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্যিক সুবিধা দেয়ার অভিযোগে মামলা চলছে।

ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply