হাজারো শিশুর মুখে হাসি ফোটাল ‘করোনা যুদ্ধে আমরা’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন

|

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ঈদের পোশাক দিয়ে হাজারো অসহায় শিশুর মুখে হাসি ফোটাল স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা যুদ্ধে আমরা’। আজ দুপুরে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘করোনা যুদ্ধে আমরা’র আয়োজনে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থী, শ্রমিক সংগঠনের সদস্যদের সন্তানসহ ছিন্নমূল শিশুদের হাতে ঈদের জামা তুলে দেওয়া হয়েছে।
জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক উপদেষ্টা বাবু নন্দলাল পার্শি, করোনা যুদ্ধে আমরা’র প্রধান সমন্বয়ক তিতাস মোস্তাফা, সমন্বয়কারী জয়পুরহাট টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি আবদুল আলীম মন্ডল, সংগঠনের সদস্য তপু মোস্তাফা, তমাল, আল আমিন হিরা, সজীব, তরঙ্গ চৌধুরী, মোক্তাদির, সোহাগ সহ অনেকেই।

অনুষ্ঠানে অসহায় শিশুদের খুশি করার জন্য সব উপজেলাতেও পোশাক বিতরণ করা হয়েছে এছাড়া গোপীনাথপুর আইসোলেসন সেন্টারে চিকিৎসারত শিশুসহ সব রোগীদের ও নতুন জামা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে সকলকে নিরাপদ দূরত্ব ও সচেতন থাকার পরামর্শ দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান আয়োজকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply