ফের একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত

|

আবারও করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। শুক্রবার ৬ হাজার ৬শ’র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

বিশ্বের ১৩তম দেশ হিসেবে ভারতে মোট সংক্রমণ ছাড়িয়েছে সোয়া এক লাখ। মোট প্রাণহানি ৩৭শ’র বেশি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় দেড়’শ মানুষ। এসময় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে প্রায় তিন হাজার।

তামিলনাড়ু, গুজরাট, দিল্লিসহ অন্যান্য রাজ্যেও পরিস্থিতির অবনতি হচ্ছে। ৩০ জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পরের দু’মাসে ভারতে আক্রান্ত ছিল দেড়শ’র-ও কম। কিন্তু এপ্রিল থেকেই দ্রুত ছড়াতে শুরু করে ভাইরাসটি। গেল চারদিনেই আক্রান্ত হয়েছে ২৫ হাজার মানুষ।

বিগত দু’মাসে দৈনিক করোনা টেস্টের সক্ষমতা এক হাজার থেকে ১শ’ গুণ বেড়ে এক লাখ হয়েছে ভারতে। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফেরা করোনা রোগীর সংখ্যা প্রায় ৫২ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply