১২০০ কি.মি সাইকেল চালিয়ে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফিরলো মেয়ে

|

বাব রিক্সা চালক, গত মার্চে দুর্ঘটনায় আহত হয়। বাবাকে নিয়ে যেতে আসে মেয়ে। এরই মধ্যে লকডাউন ঘোষণা। মেয়ে-বাবা পড়ে আটকা। এদিকে কাজ নেই। হাতে টাকা নেই। খাবার নেই। এর মধ্যে যে বাড়িতে তাঁর বাবা ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালা তাদের ভাড়া না দিলে তুলে দেওয়ার হুমকি দিতে থাকেন। বাধ্য হয়েই বাবাকে নিয়ে সাত দিনে ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে ফেরে মেয়ে। এ ঘটনা ভারতের বিহারের।

জানা যায়, ১৫ বছরের ক্লাস এইটে পড়ে জ্যোতি। কিন্তু গত মার্চে তার বাবা মোহন পাশওয়ান এক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন। এরপর অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে বিহারের নিজ গ্রাম গুরুগ্রামে ফিরে সে।

এদিকে এই অসাধ্য সাধন খবর ছড়িয়ে পড়লে জ্যোতিকে ট্রায়ালে ডেকেছে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া। সামনের মাসে ট্রায়ালের জন্য দিল্লি যাবে জ্যোতি। দিল্লি যাওয়ার যাবতীয় খরচ বহন করবে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া। সাইকেল ফেডারেশন—এর চেয়ারম্যান ওঙ্কার সিং জানিয়েছেন, ট্রায়ালে পাস করলে জ্যোতিকে দিল্লির ন্যাশনাল সাইকেল অ্যাকাডেমিতে রাখা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply