সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১০২০ সদস্য করোনা আক্রান্ত, ১০ জনের মৃত্যু

|

দেশে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১,০২০ জন, পরিবারের ৯২ জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১,৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই পর্যন্ত ১০ জন রোগী মৃত্যু বরণ করেছে। তার মধ্যে অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য। যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪,৩৭৫ জন, পরিবারবর্গের ৭৭৪ জন এবং বেসামরিক ও অন্যান্য ২,২৬১ জন সদস্যসহ মোট ৭,৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply