কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

|

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন। গতকাল শুক্রবার তিনি ১৪ দিনের কোয়ারেন্টাইনে যান।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় অংশ নেওয়া একজনের করোনা শনাক্ত হয়। মূলত এরপরই প্রধানমন্ত্রীর কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ্ছাড়া ওইদিন সভায় উপস্থিত সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার দেহে এ ভাইরাসের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। মারা গেছে ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply