বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন দেশের শীর্ষস্থানীয় হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ জন সদস্য নির্বাচিত করেছে তার মধ্যে ডা. মামুনই বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ডা. মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ডা. মামুন কাজ করবেন। পরে সময় আরও বাড়তে পারে। কী করে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করা যায় সে বিষয়ে সরকারকে ইনপুট দেওয়া এবং গাইড করার কাজ করবে এ প্যানেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply