৮ জনের করোনা শনাক্ত, ১৬ হাজার রোহিঙ্গা লকডাউনে

|

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পর এবার করোনা ছড়ালো টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পেও।
শুক্রবার ৮ রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে ৭ জন উখিয়ার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ও একজন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা। এই প্রথম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাইরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পেও রোহিঙ্গা করোনা রোগী শনাক্ত হলো। এ নিয়ে মোট ২১ জন রোহিঙ্গা করোনা রোগী পাওয়া গেল।

এই ৮ জন সহ ২১ জন রোহিঙ্গা করোনা রোগীই রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত আইসোলেশন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডাঃ আবু মোহাম্মদ তোহা। তিনি জানান, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৬ জন রোহিঙ্গার নমুনা পরীক্ষা করা হয়েছে।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের যেসব ব্লকে করোনা রোগী শনাক্ত হচ্ছে সে সব ব্লকের বাড়ি ঘর আলাদা করে রাখা হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত কুতুপালং ৫ ও ৬ নম্বর ক্যাম্পের ১৬ হাজারেরও বেশি রোহিঙ্গাকে লাল পতাকা দিয়ে সম্পূর্ণ লকডাউন করে দেয়া হয়েছে। সেসব ব্লকে ঢোকা কিংবা বাহির হওয়া কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় কক্সবাজার জেলার ২৮ জন করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে শুধু চকরিয়া উপজেলায় ১৯ জন মহেশখালী উপজেলায় ৫ জন রয়েছে। এ নিয়ে কক্সবাজারে ২১ রোহিঙ্গা সহ মোট ৩১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা মহিউদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করা হয়। পরে বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে।

জেলায় করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply