ফার্মগেটে গ্যাস লাইন লিকেজ

|

রাজধানীর ফার্মগেটে বড় ধরনের গ্যাস লাইন লিকেজের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ওয়াসার স্যুয়ারেজ লাইনের কাজের সময় অসাবধানতা বশত চার ইঞ্চি পাইপটি ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এরপর সেখান থেকে তীব্র গতিতে গ্যাস নির্গত হয়। এবং তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

টহল পুলিশ জানায়, রাত তিনটার দিকে তারা গ্যাস নির্গত হতে দেখেন। এরপরে তিতাস কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে তিতাস গ্যাস কোম্পানির টেকনিশিয়ান দল ঘটনাস্থলে আসেন। লাইনটি মেরামতের চেষ্টা করেন তারা। তবে, কটা নাগাদ লাইনটি ঠিক হবে তা বলতে পারেননি।

পুরো এলাকা অগ্নি ঝুঁকিতে থাকলেও তিতাস কর্তৃপক্ষ বলছেন, ঝুঁকি মোকাবিলায় তাদের প্রস্তিত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply