পটুয়াখালী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

|

পটুয়াখালী পৌরসভার মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ।

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ম‌হিউ‌দ্দিন আহমেদ ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। তাকেসহ গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৬ জন ক‌রোনা প‌জে‌টিভ শনাক্ত হ‌লো।

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ৪০ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত‌দের মধ্যে ১ জন পৌরসভায়, দুইজন পটুয়াখালী আড়াইশো বেড হাসপাতালে, একজন মির্জাগঞ্জের এবং অপর দুজন দুমকি উপ‌জেলার।

পটুয়াখালী সিভিল সার্জন জানান, ‘পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৌর মেয়রসহ ৬ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদের মধ্যে ২৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে তিন জন মারা গেছেন। বর্তমানে এদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৪ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১০ জন।’

প্রসঙ্গত, গত ১৭ মে বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের দরবারহ‌লে শহরের ব্যবসায়ী‌দের প্রশাসনের মি‌টিংয়ে উপস্থিত ছিলেন পৌর ‌মেয়র। তার পাশেই বসা ছিলেন সিভিল সার্জন। আবার ওই মিটিং শেষে সেই চেয়ারে বসে পরবর্তী মি‌টিংয়ে অংশ নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply