আম্পানে পটুয়াখালী‌র ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত

|

পটুয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ। বুধবার সন্ধায় ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানলে পটুয়াখালীর ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।

দুপুরে অরক্ষিত বেঁড়িবাধ দিয়ে পানি ঢুকে জেলার রাঙ্গাবালী, কলাপাড়া ও গলাচিপা উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয় এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ডুবে যায়। এছাড়াও পটুয়াখালীর চরাঞ্চলের শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। এদিকে বুধবার সকাল থেকেই পানিবন্দিদের উদ্ধার ও নিম্নাঞ্চলের মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে দেখা যায় প্রশাসনকে।

জেলা প্রশাসনের তথ্যমতে আজ দুপু‌র পর্যন্ত আম্পানের প্রভাবে পটুয়াখালী জেলায় ১০ হাজার বাড়িঘর বিধ্বস্থ হ‌য়ে‌ছে ব‌লে জানানো হয়। এরম‌ধ্যে আং‌শিক ক্ষ‌তিগ্রস্থ ৮ হাজার ১২১টি আর সম্পূর্ন ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে ২ হাজার ৩৫৫টি। ঝ‌ড়ে মারা গে‌ছে দুইজন। এছাড়া দূ‌র্যোগ কব‌লিত ইউ‌নিয়‌নের সংখ্যা ৭৩টি পৌরসভার সংখ্যা ৫টি পাশাপা‌শি দূর্গত মানু‌ষের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৭০ জন। অন্যান্য বিষয় নি‌য়ে বিকা‌লে প্রেস‌ব্রি‌ফিং করার কথা র‌য়ে‌ছে জেলা প্রশাস‌নের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply