ক্রিকেটারদের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে ওয়েস্ট ইন্ডিজ

|

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটারদের প্রায় ৫ লাখ ডলার (প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকা) আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন খোদ দলটির সাবেক খেলোয়াড় ও কিংবদন্তি মাইকেল হোল্ডিং।

গত শুক্রবার (১৫ মে) Mikey – holding nothing back নামে একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাতকারে এমন অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের জন্য ২০১৩-১৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঠানো প্রায় ৫ লাখ মার্কিন ডলারের পুরোটাই আত্মসাৎ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর আগে তার হাতে আসে কের ফস্টারের নেতৃত্বে ক্যারিবীয় ক্রিকেটে স্বচ্ছতা ও জবাবদিহি আনার জন্য গঠিত কমিটির একটি অপ্রকাশিত নিরীক্ষা প্রতিবেদন। আর সেটি ধরেই তিনি একের পর এক অভিযোগ ছুড়তে থাকেন বোর্ডের প্রতি।

হোল্ডিং বলেন, ‘৬০ পৃষ্ঠার এই প্রতিবেদন ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। এটা খুবই মারাত্মক আর কড়া রিপোর্ট।

https://www.youtube.com/watch?v=yXyEc00l-oc&t=853s


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply