ভেন্টিলেটর ক্রয়ে দুর্নীতির দায়ে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

|

ভেন্টিলেটর ক্রয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাজাসকে।

বুধবার (২০ মে) বলিভিয়ার বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোজাস এ কথা জানান।

গ্রেফতার হওয়ার পর মার্সেলো নাভাজাসকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকেও অপসারণ করা হয়েছে। তারসাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় স্প্যানিশ একটি কোম্পানি থেকে ৫ মিলিয়ন ডলার ব্যয়ে ১৭৯টি ভেন্টিলেটর ক্রয় করেছিল বলিভিয়া। ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্টের তহবিলের টাকা দিয়ে ওই ভেন্টিলেটরগুলো ক্রয় করা হয় বলে জানানো হয়।

পরবর্তী সময়ে বলিভিয়ার গণমাধ্যমের এক অনুসন্ধানে উঠে আসে যে ভেন্টিলেটরগুলোর ক্রয়মূল্য ২৭ হাজার ৬৮৩ ডলার দেখানো হলেও তার প্রকৃত ক্রয় মূল্য ৭ হাজার ১৯৪ ডলার।

এর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply