গাজীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর

|

গাজীপুর প্রতিনিধি:

শতভাগ বেতন, বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পৃথক স্থানে আজ বুধবারও পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে। সকাল ৯টায় গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সকাল ১১টার দিকে টঙ্গী বিসিকে চারটি কারখানার শ্রমিকরা তাদের কারখানা ভাঙচুর করে। পরে, ঢাকা-সিলেট সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। শ্রমিকরা জানায়, পোশাক কারখানায় আমাদের মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া, আজ ঈদ বোনাস ও শতভাগ বেতন দেওয়ার কথা ছিল। সকালে কাজে যোগদানের পর জানা যায় আজকে বকেয়া বেতন, ঈদ বোনাস এবং পূর্ণ বেতন দিতে রাজি হচ্ছে না কারখানা কর্তৃপক্ষ।

এদিকে, ১২টার দিকে টঙ্গীর তিলার গাথি এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলে কর্তৃপক্ষের সাথে সমঝোতা করে পুনরায় কাজে যোগদান করেন।

এছাড়াও গাজীপুরের বড়বাড়ি, বোর্ড বাজার, কোনাবাড়ি, হোতাপাড়া এলাকায় কারখানার শ্রমিকরা শতভাগ বেতন, বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply